
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৬২ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল .৮১ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর বেড়েছে ৫৮ দশমিক ৯৭ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল .৬২ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর বেড়েছে ৫৮ দশমিক ৫৪ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল .৬৫ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– ফাস ফাইন্যান্সের ৫৫.৩৬ শতাংশ, পিপলস লিজিংয়ের ৫৫.৩৬ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৫৩.০৬ শতাংশ, বিআইএফসি-এর ৫১.৫২ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ২৪.৩৬ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ২৪.২১ শতাংশ এবং জিএসপি ফাইন্যান্সের ২১.৪৩ শতাংশ।
এসকেএস