
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ৭ দশমিক ৮৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৫.৫০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর কমেছে ৫ দশমিক ২৬ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ৩.৬০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা বিডি ল্যাম্পসের শেয়ার দর কমেছে ৪ দশমিক ৩৭ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৩৭.৯০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ৪.০৮ শতাংশ, সমতা লেদারের ৩.৭৬ শতাংশ, ওরিয়ন ফার্মার ৩.৫৭ শতাংশ, অ্যাপেক্স ফুডসের ২.৯৯ শতাংশ, লাভেলো আইসক্রিমের ২.৮১ শতাংশ, আল-হাজ্ব টেক্সটাইলের ২.৮০ শতাংশ এবং দুলামিয়া কটন স্পিনিং মিলসের ২.৬৯ শতাংশ দর কমেছে।
এসকেএস