
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ৯৫৪ বারে ১৯ লাখ ২৯ হাজার ৪৬৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ১৬ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭১ শতাংশ। কোম্পানিটি ৮৩০ বারে ১০ লাখ ৪১ হাজার ৫৬৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৯৭ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭০ শতাংশ। ফান্ডটি ১৩৩ বারে ১০ লাখ ৫২ হাজার ৩৮৯ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৬.৪৮ শতাংশ, সোনালী পেপারের ৬.১৪ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৬.০২ শতাংশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৫.৯৬ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ৪.৮৪ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৪.১১ শতাংশ ও কনফিডেন্স সিমেন্টের ৩.৭৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস