রোববার, ৮ ডিসেম্বর ২০২৪
সিনেমা ব্যর্থ হলে দরজা বন্ধ করে বাথরুমে বসে কাঁদি: শাহরুখ
প্রকাশিত - এপ্রিল ১৬, ২০১৭ ১১:৪৭ এএম
বলিউড বাদশা শাহরুখ খান বর্তমানে অবস্থান করছেন সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আয়োজনে। উৎসবটির ষাট বৎসর পূর্তি উপলক্ষে খান সাহেব সেখানে হাজির হয়েছেন।
বলিউডে ক্যারিয়ার, হলিউড চলচ্চিত্রের সহযোগিতা, নিজের সফলতা-ব্যর্থতা নিয়ে শাহরুখ বিস্তারিত কথা বলেন আমেরিকান চলচ্চিত্র নির্মাতা ব্রেট র্যাটনারের সঙ্গে।
হলিউডের আলোচিত সিনেমা ‘রাশ অওয়্যার’র সিক্যুয়াল ভারতে নির্মাণে শাহরুখ খানকে অভিনেতা হিসেবে পেতে ইচ্ছে প্রকাশ করেন ব্রেট। উল্লেখ্য, ব্রেটের কাছে শাহরুখ বিশ্বের অন্যতম স্বীকৃত চলচ্চিত্র ব্যক্তিত্ব, যদিও তার ক্যারিয়ারের কিছু ব্যর্থতার কথাও তিনি বলেন।
সিনেমা ব্যর্থ হলে তিনি কী করেন। এমন প্রশ্নে শাহরুখ সেখানে বলেন, ‘আমি দরজা বন্ধ করে বাথরুমে বসে কাঁদি’। ব্যর্থতার বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে শাহরুখ আরো বলেন, ‘কাঁদি সেটা ঠিক আছে, কিন্তু সফলতা ও ব্যর্থতা খুব অল্প সময়ের জন্য স্থায়ী হয়।’
এজন্য সবাইকে বাস্তববাদী হওয়া প্রয়োজন, কঠোর পরিশ্রম করতে হবে এবং সময়কে বন্ধু হিসেবে নিতে হবে বলেও মত প্রকাশ করেন তিনি। সান
উল্লেখ্য, সান ফ্রান্সিসকো চলচ্চিত্র উৎসবে শাহরুখের ‘মাই নেম ইজ খান’ প্রদর্শিত হবে। খবর টাইমস অব ইন্ডিয়া।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.