কুষ্টিয়ায় জামায়াত নেতৃত্বাধীন জোটের নির্বাচনী জনসভায় মানুষের ঢল

জেলা প্রতিনিধি আপডেট: ২০২৬-০১-২৬ ১২:০৯:৩২


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তরাঞ্চলের প্রচারণা শেষ করে দক্ষিণে কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রথম নির্বাচনী জনসভা শুরু হয়েছে।

জেলা জামায়াত আয়োজিত এ জনসভা আজ সোমবার সকাল ৯ টায় কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দরা।

সকাল থেকেই জেলার চারটি সংসদীয় আসন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে জনসভাস্থলে।

নির্ধারিত সূচি অনুযায়ী ডা. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে কুষ্টিয়া পুলিশ লাইনে অবতরণ করে দুপুরের দিকে জনসভায় বক্তব্য দেবেন।

জামায়াত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কুষ্টিয়ার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি জেলার চারটি সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

ভোট চাইবেন দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে। জনসভা শেষে তিনি হেলিকপ্টারযোগে মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে নির্বাচনী জনসভায় অংশ নিতে রওনা দেওয়ার কথা রয়েছে।

এনজে