বেনাপোল পুটখালী সীমান্ত থেকে মনিরুল আসলাম (৩৮) নামের এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএস) নির্যাতনে মনিরুলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
মনিরুল বেনাপোল বালুন্ডা রাজাপুর গ্রামের মনসুর আলীর ছেলে।
পুটখালী বিজিবি কমান্ডার ফরিদ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। উত্তর ২৪ পরগোনা জেলার গাইগাটা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
মনিরুলের পরিবারের দাবি, গতকাল রাতে সাত-আট জনের একটি দল গরু আনতে ভারতের অভ্যন্তরে যায়। আজ ভোরে গরু নিয়ে বাংলাদেশে ফেরার সময় বিএসএফ সদস্যরা মনিরুলকে আটক করে। অন্যরা পালিয়ে আসতে সক্ষম হন।
মনিরুলের সঙ্গীদের ভাষ্য, মনিরুলকে আটক করার পর বিএসএফ সদস্যরা তার ওপর নির্যাতন চালায়। এতে তার মৃত্যু হয়।
সানবিডি/ঢাকা/এসএস