জনসভায় উন্নয়ন ও ইনসাফের রাজনীতির কথা বললেন আমির হামজা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০১-২৬ ১৪:১৭:৫৬

কুষ্টিয়ার বদনাম সবচেয়ে বেশি চাঁদাবাজির কারণে—এ মন্তব্য করে কুষ্টিয়া-৩ সদর আসনের প্রার্থী আমির হামজা বলেছেন, তিনি এমপি নির্বাচিত হলে এসব আর হতে দেবেন না। কুষ্টিয়ায় অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
সোমবার সকালে কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভার বক্তব্যে তি এসব কথা বলেন।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে আমীর ডা: শফিকুর রহমান।
আমির হামজা বলেন, একটি মহল জাতির সামনে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তবে সাধারণ মানুষ এখন ইনসাফের দাড়িপাল্লায় ভোট দিতে মুখিয়ে আছে বলেও দাবি করেন তিনি।
কুষ্টিয়ার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, তিনি বিশ্বের বহু দেশ ঘুরেছেন এবং নদীকেন্দ্রিক উন্নয়ন মডেল প্রত্যক্ষ করেছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে গড়াই নদীর পাশে একটি পরিকল্পিত পর্যটন নগরী গড়ে তুলতে চান তিনি। পাশাপাশি কুষ্টিয়ায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগ্রহের কথাও জানান।
তিনি আরও বলেন, চিনিকল আবারও চালু করতে চান তিনি। মোহিনী মিলের প্রায় এগারোশ বিঘা জমি দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে আছে উল্লেখ করে বলেন, সঠিক পরিকল্পনা নিয়ে ওই জায়গায় জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হবে।
আমির হামজা বলেন, জনগণের অর্থ তাঁর পকেটে যাবে না। উন্নয়নের জন্য যা করা প্রয়োজন, তা স্বচ্ছভাবে করা হবে। তিনি নিজেকে জনগণের সেবক হিসেবে কাজ করতে চান বলেও জানান।
জনসভায় তিনি উন্নয়নের স্বার্থে দেশ ও জাতিতে ইসলাম প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













