শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
আবারো ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ায়
প্রকাশিত - এপ্রিল ১৬, ২০১৭ ১:২৪ পিএম
আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। কিন্তু এবার তাদের পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। মাঝারি পাল্লার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয় দেশটির দক্ষিণ উপকূলের নিকটে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে মিসাইলটি উৎক্ষেপণ করার কয়েক সেকেন্ডের মধ্যে বিস্ফোরিত হয়।
এর কয়েক ঘণ্টা আগে সামরিক শক্তি প্রদর্শনীর জন্য প্যারেডের আয়োজন করে উত্তর কোরিয়া। আর শক্তি প্রকাশের অপর একটি মাধ্যম হিসেবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের চেষ্টা চালানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। কিন্তু এ বিষয়ে উত্তর কোরিয়ার কোন বক্তব্য প্রকাশ করেনি বিবিসি ও সিএনএন।
পশ্চিমা বিশ্বের দাবি অনুসারে, জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এরই মধ্যে পাঁচটি সফল পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
যুক্তরাষ্ট্রে ভাইস প্রেসিডেন্ট মাইক পেনস দক্ষিণ কোরিয়ায় গিয়েছেন উত্তর কোরিয়ার মিসাইল বিষয় সমস্যার সমাধানের জন্য।
দক্ষিণ কোরিয়ার সামরিক বিভাগের এক কর্মকর্তা জানান, উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এর ক্ষমতা সম্পর্কে এখনো আমাদের কোন ধারণা নেই। কিন্তু তাদের পরীক্ষা ব্যর্থ হয়েছে। এ বিষয়ে আরো তথ্য সংগ্রহের জন্য কাজ চলছে বলে জানান তারা। বিবিসি ও সিএনএন।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.