
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৪৩৪ বারে ৭ লাখ ১৪ হাজার ৩৭২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ৭৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা এপেক্স ট্যানারির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটি ৬২৪ বারে ২ লাখ ২৭ হাজার ৭৯০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৬৬ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ড্যাফোডিল কম্পিউটারসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৫৩ শতাংশ। কোম্পানিটি ৮১৬ বারে ২ লাখ ৮১ হাজার ৩০৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ২৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৮.২৬ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৮.০৭ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৫.৫০ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৫.৪০ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৪.৪৩ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ডের ৪.৩৫ শতাংশ এবং মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেলের ৩.৪০ শতাংশ দর বেড়েছে।
এসকেএস