
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ২০২ বারে ১২ লাখ ৫৪ হাজার ২১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পিপলস লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ০৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৯৮ বারে ২৯ লাখ ১০ হাজার ৪৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৪ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১০০ বারে ১০ লাখ ৩০ হাজার ৮৩২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- বিডি ওয়েল্ডিংয়ের ৬.৫৬ শতাংশ, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ৬.৫৫ শতাংশ, জি কিউ বলপেনের ৬.৪৩ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্সের ৬.২৫ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৫.৬৮ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৫.০০ শতাংশ এবং নূরানী ডাইংয়ের ৪.৭৬ শতাংশ দর কমেছে।
এসকেএস