নিজস্ব প্রতিবেদন: বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচীব রুহুল কবীর রিজভী বলেন, রক্তের আলপনায় কারবালা বাংলাদেশ।
রোববার রাজধানির জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সেচ্চাসেবী সংঘঠন অর্পন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সরকারের তিনটি অঙ্গ সংঘঠন(আইন বিভাগ, বিচার বিভাগ ও শাসন বিভাগ) সমন্বয় করা উচিত।এখানে কোন প্রকার হস্তক্ষেপ থাকলে বিচার বিভাগের পূর্ন স্বাধিনতা সম্ভব নয়।কিন্ত,বর্তমান সরকার তার উল্ট পথে চলে বিচার ব্যবস্থা বাস্তবায়ন করছে।
কোন বিচারপতি যদি সুষ্ঠ বিচার ব্যবস্থা পরিচালনা করে তবে তাকে দেশ ত্যাগ করতে হবে বলে তিনি তারেক জিয়ার এক মামলার কথা উল্লেখ করেন।
তিনি বলেন, ভারত আমাদের পাশ্ববর্তী দেশ হিসেবে বরাবরই দেশের বন্ধু দবি করে যাচ্ছে। কিন্তু তারা তাদের স্বার্থ অর্জন করার জন্য সর্বদা সচেষ্ট।বর্তমান সরকার ভারতের সাথে সমঝতা করাতে ভারত বেশী লাভবান হয়েছে বলে তিনি দাবি করেন।
বাংলাদেশ চীন থেকে অস্র যে দামে আমদনি করতে পারে ভারত থেকে সে পণ্য অনেক বেশী দামে ক্রয় করতে হয়। চীন থেকে আমদানিকৃত অস্র হালকা হওয়ায় তা ব্যবহারেও বালাদেশ সেনাবাহিনী বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে, ।কিন্তু বর্তমান সরকার ভারত থেকে অস্র আমদানি করার লক্ষ্যেই এগিয়ে চলছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক স্বার্থ রক্ষা করার জন্য বর্তমান সরকার ধর্ম নিরাপক্ষতা প্রচার করেন। কিন্তু তারাই আবার নির্বাচনের সময় মুসলিম স্লোগান দিযে ভোট পাওয়ার জন্য প্রচালনা চালায়।