দর বৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০১-২৭ ১৫:৫৭:৪৯


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭২৩ বারে ১৮ লাখ ৯৩ হাজার ৭৪২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৫৫ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা এডিএন টেলিকমের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৪০৩ বারে ২২ লাখ ৯৩ হাজার ৮৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ৫ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৩৮ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৪৯৯ বারে ১৯ লাখ ৪৩ হাজার ২৪৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ১৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – রূপালী ব্যাংকের ৭.৪৫ শতাংশ,এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬.৯০ শতাংশ, মোজাফফর হোসেন স্পিনিংয়ের ৫.৮১ শতাংশ, নাভানা ফার্মার ৫.৬৭ শতাংশ, এশিয়াটিক ল্যাবের ৫.৬৫ শতাংশ, এপেক্স ট্যানারির ৫.৩৭ শতাংশ এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৫.৩৪ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস