দর পতনের শীর্ষে ফাস ফাইন্যান্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০১-২৭ ১৬:০৪:৫৩

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৪১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৩ বারে ৭ লাখ ১ হাজার ১০৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১০৮ বারে ১১ লাখ ৪৭ হাজার ৯১২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৪১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৪৯ বারে ১৪ লাখ ৬২ হাজার ১০৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে– অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্সের ৫.২৬ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৫.১৯ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ডের ৪.১৭ শতাংশ, অ্যাপেক্স স্পিনিংয়ের ৩.৮৮ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৩.৮৫ শতাংশ, পিপলস লিজিংয়ের ৩.৭৫ শতাংশ এবং ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের ৩.৬৯ শতাংশ দর কমেছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












