বর্তমানে বিশ্বের অর্ধেকের বেশি ইন্টারনেট ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্ট আছে। ফেসবুক ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে বিশ্বের শহরগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে আছে ঢাকা। সক্রিয় ফেসবুক ব্যবহারকারীর তালিকায় প্রথম স্থানে আছে থাইল্যান্ডের ব্যাংকক এবং তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।
প্রতিবেদন অনুসারে, ঢাকায় ফেসবুক ব্যবহারকারী দুই কোটি ২০ লাখ। ঢাকার আশপাশের এলাকার ফেসবুক ব্যবহারকারীদেরও এই জরিপে রাখা হয়েছে। তিন কোটি সক্রিয় ব্যবহারকারী নিয়ে জরিপে প্রথম স্থানে রয়েছে থাইল্যান্ডের ব্যাংকক। আর তৃতীয় স্থানে থাকা জাকার্তায়ও ২ কোটি ২০ লাখ ফেসবুক ব্যবহারকারী রয়েছেন।
এদিকে বাংলাদেশে এক বছরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী এক কোটি ১০ লাখ বেড়েছে।
দেশ হিসেবে সবচেয়ে বেশি সক্রিয় ফেসবুক ব্যবহারকারী যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রায় ২১ কোটি ৯০ লাখ মানুষ এই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রয়েছেন। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের ২১ কোটি ৩০ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করছেন।
প্রতিবেদনগুলোয় বলা হয়েছে, বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যাই বেশি। ফেসবুকে প্রতিমাসে সক্রিয় থাকে বিশ্বের ১৮৭ কোটি ব্যবহারকারী, যাদের ৮৭ ভাগই মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুকে প্রবেশ করে থাকে।
১৮ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যেই ফেইসবুক ব্যবহারকারী বেশি। সবচেয়ে কম ব্যবহারকারী ৬৫ বছরের বেশি বয়সীদের মধ্যে।