‘একটি অশুভ চক্র বাংলাদেশকে অগ্রসর হতে দিচ্ছে না’
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৬-০১-২৭ ২০:০৭:৩৯

বাংলাদেশে লুটপাটের, গুণ্ডামি ও দুর্বৃত্তপনার রাজনীতি চলছে। একটি অশুভ চক্র বাংলাদেশকে সামনে অগ্রসর হতে দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ জগন্নাথপুর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসে প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন মামুনুল হয়।
তিনি বলেন, এ রাজনীতি দেশের সাধারণ মানুষের ভাগ্য বদলাতে পারেনি। দেশবাসী আজ ঐক্যবদ্ধ হয়েছে অপরাজনীতি বিদায়ের জন্য। সারা দেশে ১১ দলীয় ঐক্যজোটের গণজোয়ার সৃষ্টি হয়েছে। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে ক্ষমতার পরিবর্তন ঘটবে।
মামুনুল হক বলেন, দেশের খেটে খাওয়া মেহানতী মানুষের পরিশ্রমে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের কথা। তবে অপরাজনীতির কারণে তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি।
তিনি আরও বলেন, বাংলাদেশে রাজনীতিবিদরা নিজেদের ভাগ্য পরিবর্তনের কারণে সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। ষড়যন্ত্রের জাল বিস্তার করা হচ্ছে বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য, তা আর হতে দেয়া যাবে না।
জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশকে সাম্য ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানান বাংলাদেশ খেলাফত মজলিসের এই আমির।
বিএইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













