

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ হাফিজ ইব্রাহিমকে আইন লঙ্ঘন বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কর্মকর্তা (সিভিল জজ, ভোলা) মোঃ সুমন হোসেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অধীনে নির্বাচনি অপরাধ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর অধীনে এ নোটিশ দেওয়া হয়।
একই আসনের জামায়াতের ইসলামীর প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিম এর পক্ষে নূর ইসলাম আলমের দায়ের করা লিখিত অভিযোগের প্রেক্ষিতে এ নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়, বিগত ২৫ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোকজন তাদের অফিসের সামনে যাওয়ার সময় বাজারের মধ্যেখানে পৌঁছালে আপনার দলীয় লোকজন শান্তিপূর্ণ মিছিলে পরিকল্পিতভাবে আক্রমণ করে শারীরিকভাবে আঘাত ও ভয়ভীতি প্রদর্শন করেন। উক্ত ঘটনাটি জনপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৭(১) অনুচ্ছেদ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর অধীনে বিধি ৬(ক) এর সুস্পষ্ট লঙ্ঘন।
এমতাবস্থায়, আপনার এবং উক্ত ২৭/০১/২৬ ইং তারিখের অভিযোগপত্রে অভিযুক্ত ব্যক্তিবর্গের বিরুদ্ধে উপর্যুক্ত অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য কেন নির্বাচন কমিশনকে সুপারিশ করা হবে না তৎমর্মে আগামী ২৯/০১/২০২৬ইং তারিখ বেলা ১২টায় নিম্নস্বাক্ষরকারীর অস্থায়ী কার্যালয়ে (সিভিল জজ আদালত, দৌলতখান) এ আপনাকে স্বয়ং অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত এবং মৌখিক ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।
এএ