সাভারে অগ্নিকাণ্ডে জাবি শিক্ষার্থীসহ দগ্ধ ৪
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৬-০১-২৮ ০৮:৫৪:৪৭

সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকার একটি বাসায় মঙ্গলবার রাত ৯টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীসহ দগ্ধ হয়েছেন মোট চারজন।
পারিবারিক বিবাদের জেরে বাড়ির মালিকের ছেলের দেওয়া আগুনের ফলে এ ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম দগ্ধ হন।
দগ্ধ অন্য তিনজন হলেন—বাড়ির মালিক আব্দুর রহমানের দুই ছেলে মো. রায়হান ও মো. রাহাত এবং স্থানীয় ভাড়াটিয়া মো. হাসিনুর।
এ বিষয়ে স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাড়ির মালিকের দুই ছেলে রায়হান ও রাহাতের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে বিবাদ চলাকালীন রায়হান দোতলার একটি কক্ষে পেট্রল ঢেলে দেন। পরিস্থিতি শান্ত করতে এবং বিবাদ মেটাতে রায়হানের পূর্বপরিচিত জাবি শিক্ষার্থী সাইফুল ইসলাম রনি ও প্রতিবেশী হাসিনুর ওই কক্ষে যান।
কথা কাটাকাটির একপর্যায়ে রায়হান গ্যাস লাইটার জ্বালালে মুহূর্তেই পুরো ঘরে আগুন ধরে যায়।
বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক অমিতাভ দাস বলেন, ‘আহতদের মধ্যে সাইফুল ইসলামের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তার শরীরের প্রায় ৭০ শতাংশ দগ্ধ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রথমে তাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আহমেদুল কবীর বলেন, ‘প্রাথমিকভাবে সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়েছিল। তবে তারা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।’
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













