১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান
সানবিডি২৪ আপডেট: ২০২৬-০১-২৮ ০৯:০১:৩৫

দীর্ঘ ১৯ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার বগুড়ায় আসছেন। তার আগমন ঘিরে জেলায় বইছে উৎসবের আমেজ। তাকে একনজর দেখার জন্য নেতাকর্মী ও সমর্থকরা অধীর অপেক্ষায় আছেন।
বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার রাজশাহী ও নওগাঁয় আয়োজিত জনসভা শেষে বগুড়ার দিকে রওনা দেবেন। আসার পথে বগুড়ার দুপচাঁচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেবেন। রাত ৮টার দিকে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন।
তিনি বলেন, ‘তারেক রহমানের আগমনকে ঘিরে বগুড়ায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের নির্বাচনি অঙ্গীকারগুলো বগুড়ার জনসমক্ষে তুলে ধরবেন তিনি।’
বিএনপির মিডিয়া সেলের সূত্র জানায়, নির্বাচনি জনসভায় যোগ দিতে তারেক রহমান বৃহস্পতিবার প্রথমে রাজশাহীতে আসবেন। ওইদিন দুপুর সাড়ে ১২টায় তিনি রাজশাহীতে পৌঁছাবেন। ঐতিহাসিক রাজশাহী আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। সেখানে তিনি প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেবেন। বিকালে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় অংশ নেবেন।
নওগাঁর জনসভা শেষে বিএনপি চেয়ারম্যান বগুড়ার উদ্দেশে রওনা দেবেন। পথে দুপচাঁচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেবেন। এরপর রাত ৮টায় বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় বগুড়াবাসীর উদ্দেশে কথা বলবেন। জনসভা শেষে শহরতলির ছিলিমপুর এলাকায় চার তারকা হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন। তার আগমন উপলক্ষে হোটেলটি সজ্জিত করা হয়েছে।
এদিকে, তারেক রহমানের নির্বাচনি জনসভা সফল করতে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ প্রস্তুত করা হচ্ছে। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে নেতাকর্মীরা রবিবার বিকালে ও সোমবার সকালে পরিদর্শন করেছেন।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ প্রস্তুত করা হচ্ছে। তারেক রহমানের আগমনকে ঘিরে বগুড়ায় বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মীসহ বগুড়াবাসী তাকে বরণ করতে মুখিয়ে আছেন। এই জনসভাকে ঘিরে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।
অন্যদিকে, তারেক রহমানের এই সফরকে ঘিরে নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে স্থানীয় প্রশাসন। তার আগমন ও কর্মসূচি ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও ট্রাফিক পুলিশের একাধিক টিম মাঠে দায়িত্ব পালন করবে।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












