
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (একিউআই) সূচকে আজ বুধবার পুরো বিশ্বে বায়ুদূষণে শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটির সূচক অনুযায়ী আজ সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা ছিল বিশ্বে প্রথম অবস্থানে।
দূষিত বাতাসের শহরের তালিকায় ৩১৪ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ২৫০ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল। এরপরেই রয়েছে ভারতের রাজধানী দিল্লি।
এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
একিউআই সূচক অনুযায়ী, ঢাকার বায়ুর মান ৩১৪ হওয়ায় তা ‘চরম অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
বায়ুদূষণ বিশেষজ্ঞরা জানান, শুষ্ক আবহাওয়ায় বায়ুদূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
এনজে