জাতীয় ভোক্তা অধিকার ডিজি

ভেজাল-নিম্নমানের কসমেটিকস পেলেই প্রতিষ্ঠান সিলগালা ও মামলা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০১-২৮ ১৫:৪৭:২২


বাজারে ভেজাল ও নিম্নমানের কসমেটিকস পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিলগালা ও নিয়মিত মামলা করার ঘোষণা দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (ডিএনসিআরপি) মহাপরিচালক ফারুক আহম্মেদ।

বুধবার (২৮ জানুয়ারি) কারওয়ান বাজারে অধিদপ্তর ও অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ (এএসবিএমইবি) আয়োজিত এক যৌথ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

ফারুক আহম্মেদ বলেন, ভেজাল প্রসাধনী জনস্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না।

সেমিনারে মহাপরিচালক বলেন, ভেজাল প্রসাধনীর ব্যবহারে ত্বকের রোগ ছড়িয়ে পড়ছে, যা অনেক ক্ষেত্রে দীর্ঘ চিকিৎসাতেও নিরাময় হয় না। বিশেষ করে গার্মেন্টসকর্মী ও দিনমজুররা এর মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ভয়াবহ বাস্তবতা মোকাবিলায় সরকার, ভোক্তা ও ব্যবসায়ীসহ সবাইকে সম্মিলিতভাবে ভেজালের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

ফারুক আহম্মেদ জানান, আসন্ন রমজান মাসকে ঘিরে তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে। তবে তিনি স্পষ্ট করেন যে অভিযানগুলো কেবল ব্যবসায়ীদের ধরার জন্য নয়, বরং সচেতনতা ও সংশোধনের উদ্দেশ্যে পরিচালিত হয়।

কর্মকর্তাদেরও ব্যবসাবান্ধব হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু জরিমানা করাকে সাফল্য হিসেবে দেখা হয় না। ত্রুটি থাকলে সংশোধনের সুযোগ দেওয়া হয়।’

কসমেটিকসের কাঁচামালের ভ্যাট ও শুল্ক সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোকে এনবিআর ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের পরামর্শ দেন তিনি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আইনুল ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশে ভেজাল কসমেটিকসের আগ্রাসন ঠেকাতে বিদ্যমান আইনগুলোর কার্যকর বাস্তবায়ন জরুরি। বর্তমান বাস্তবতায় কঠোর নীতিমালার আগে আইনের প্রয়োগ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

সেমিনারে আরও বক্তব্য দেন, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ইসহাকুল হোসেন সুইট, অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শারমিনা হক, বিএসটিআইয়ের উপ-পরিচালক মো. আলাউদ্দিন হুসাইনসহ খাত সংশ্লিষ্ট অংশীজনরা। বক্তারা কসমেটিকস খাতে একটি কার্যকর ও সমন্বিত নীতিমালার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বিএইচ