
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পূবালী ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ২৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১২৭ বারে ১৮ লাখ ৫৮ হাজার ৯০৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ২৫ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইসলামী ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৮৬ বারে ২৫ লাখ ৪৮ হাজার ২৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৩২ শতাংশ। ফান্ডটি ৩৪৪ বারে ১৫ লাখ ৯ হাজার ৫৯৩ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৪৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ইস্টার্ণ ইন্স্যুরেন্সের ৬.১৪ শতাংশ, ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ডের ৫.৫৬ শতাংশ, মীর আক্তারের ৫.৪৯ শতাংশ, ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ডের ৪.৮৪ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৪.৫৫ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৩.৭১ শতাংশ এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৩.৭১ শতাংশ দর বেড়েছে।
এসকেএস