
রেভারেন্ড পল্স হাই স্কুলে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বুধবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শেখ শারাফাত আলী।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সিএসএস এর শিক্ষা পরিচালক ডেভিড টমাস গোমেজ ও ক্রীড়া ও শরীর চর্চা শিক্ষক (অবসর প্রাপ্ত)চম্পক রজ্ঞন বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্বি করেন রেভারেন্ড পলস্ হাই স্কুলের প্রধান শিক্ষক অদ্রিশ দীপংকর।
উপস্থিত ছিলেন সিএসএস এর বিভিন্ন সেক্টরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা।
ক্রীড়া প্রতিযোগিতায় দৌঁড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, যেমন খুশি তেমন সাজো, ডিসপ্লে, বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতি প্রধান শিক্ষক অদ্রিশ দীপংকর বক্তব্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে-এই বিশ্বাস থেকেই আমাদের এমন আয়োজন।
এসকেএস