ডেমরা বাজারে জামায়াতের প্রার্থী কামাল হোসেনের গনসংযোগ

আপডেট: ২০২৬-০১-২৮ ২০:৩১:৩৫


ডেমরায় ঢাকা-৫ আসনে ১০ দলীয় ঐক্যের প্রার্থী জনাব কামাল হোসেনের পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত। আজ ২৮ জানুয়ারী বিকাল ৪টায় ডেমরা বাজার থেকে ১০ দলীয় জোটের প্রার্থী কামাল হোসেনের গণসংযোগ শুরু হয়ে মালা মার্কেট, মীর পাড়া, বড় পাইটি হয়ে ওয়াসা মোড়ে এসে শেষ হয়।

গণসংযোগ পূর্ব পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ঢাকা-৫ আসনের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন।

৬৯নং ওয়ার্ড আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আদনানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসেন, ঢাকা-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি জনাব আব্দুস সালাম, এনসিপির ঢাকা মহানগরী দক্ষিণের যুগ্ম আহ্বায়ক দ্বীন মোহাম্মদ মিন্টু।