নির্বাচনি সফরে আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

সানবিডি২৪ আপডেট: ২০২৬-০১-২৯ ০৯:০৪:৫৮


বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী সফরে ২২ বছর পর রাজশাহী যাচ্ছেন। আজ বৃহস্পতিবার রাজশাহীতে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন তিনি।

এদিকে সমাবেশ উপলক্ষে রাজশাহী সদর আসনের প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমানের মিনু জানিয়েছেন, মাদরাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরী এবং চারটি জেলা আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজশাহী মাদরাসা মাঠে সাংবাদিকদের তিনি এ বলেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলের চেয়ারম্যানের।

মিজানুর রহমান মিনু বলেন, ‘সমাবেশে প্রার্থীদের পরিচয়ের মধ্য দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের এই অঞ্চলের জনগণ নির্বাচিত করবে ইনশাআল্লাহ। রাজশাহী বিভাগে ৩৯টি আসনের ৩৯টিতেই ইনশাআল্লাহ সর্বময় বিজয় সুনিশ্চিত করবে।

এনজে