ভোট চাওয়ায় মুফতি আমির হামজার মাকে লাঞ্ছিতের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০১-২৯ ১৭:০০:২১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া–৩ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার মাকে লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়ন বাক্স ব্রিজ এলাকায় যুবদল নেতা নাসিরের নেতৃত্বে এ ঘটনা ঘটে বলে অভিযোগ তুলেন হামজা।
ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আমির হামজা। তিনি বলেন, ‘মহিলাদের মাঝে ভোট চাইতে যাওয়ার সময় রাস্তার মাঝে আমার সম্মানিত আম্মাকেও অপমানিত ও লাঞ্চিত করা হলো।’
তিনি বলেন, ‘আমি মুফতি আমির হামজা, কুষ্টিয়া–৩ সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী, তীব্র ক্ষোভ ও গভীর কষ্টের সঙ্গে জানাচ্ছি, আজ বেলা ১১টায় কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়ন বাক্স ব্রিজ এলাকায় আমাদের মহিলা কর্মীরা ভোট চাইতে গেলে যুবদল নেতা নাসিরের নেতৃত্বে মহিলাদের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়,লিফলেট কেড়ে নেওয়া হয়।
এ ছাড়াও মহিলাদের দিকে আক্রমণের জন্য বারবার তেড়ে আসে। মহিলা কর্মীদের সাথে আমার আম্মাও ছিলেন। তার সাথেও খুবই বাজে ব্যবহার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নারীদের ওপর এমন বর্বর আচরণ রাজনৈতিক সহনশীলতার চরম লঙ্ঘন। একজন মায়ের সম্মান, একজন নারীর মর্যাদা ক্ষুণ্ন করে কোনো রাজনীতি টিকে থাকতে পারে না।’
ভোট চাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার জানিয়ে আমির হামজা বলেন, ‘সে অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা জনগণ কখনো মেনে নেবে না। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্বকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, ভয়, সন্ত্রাস ও নারীদের হেনস্তার রাজনীতি দিয়ে জনগণের ভালোবাসা অর্জন করা যায় না। জনগণ ন্যায়, ইনসাফ ও মর্যাদার রাজনীতির পক্ষেই থাকবে, ইনশাআল্লাহ। আপনাদের পালিত সন্ত্রাসীদের হাত গোটানোর জন্য বলছি। আমাদের মা’দের দিকে হাত বাড়ানো বন্ধ করুন। যুগে যুগে যারা মা’দের দিকে হাত তুলেছে তারাই ধ্বংস হয়েছে। সাবধান হয়ে যান।’
এএ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













