ঐতিহাসিক মুজিবনগর দিবস দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার সকাল এগারটায় বিশ্ববিদ্যালয়ের বৈশাখী মঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপনের সভাপতিত্বে ও তথ্য প্রকাশনা ও জনসংযোগ বিভাগের কর্মকর্তা রাজিবুল হকের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড, সেলিম তোহা।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার এস এম আব্দুল লতিফ, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান প্রমুখ।
আলোচনা সভার শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক সাংস্কতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।