১৭ এপ্রিল ১৯৭১ ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ অডিটেডিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড.আনোয়ার হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।
আলোচনা সভায় প্রফেসর আব্দুল্লাহ বলেন, ১৭ এপ্রিল সরকার গঠনের মাধ্যমে আšতর্জাাতিক ভাবে স্বীকৃতি লাভ করে বাংলাদেশ। এই অস্থায়ী সরকার গঠনে মাধ্যমে বাংলাদেশর স্বাধীনতার পথ সুদৃঢ় হয়েছিল । তিনি আগামী প্রজন্মকে স্বাধীনতা দিবসের পাশাপাশি এই ঐতিহাসিক মুজিবনগর দিবস সম্পর্কে জানার আহবান করেন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর ট্রেজারার মো: আনোয়ার হোসাইন, উন্নয়ন ও আর্ন্তজাতিক বিষয়ক পরিচালক লেঃ কর্ণেল (অব:) একতেদার আহমেদ সিদ্দিকী ও রেজিস্ট্রার মো:রাশিদুল ইসলাম সহ বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান সহ শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।