
জ্ঞানী শক্তি জ্ঞানী আলো। জ্ঞান আমাদের অন্ধকার থেকে আলোর সন্ধান দেয়। আর এ জ্ঞান অর্জন করতে গেলে আমাদের অনেক কিছুই করতে হয়। যার মধ্যে অন্যতম হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত তানযীমুল উম্মাহ প্রি-হিফয মাদরাসা খুলনা শাখার আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পক্ষ বক্তারা এসব কথা বলেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) নিরালা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর ও খুলনা জোন ইনচার্জ আ খ ম মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে ও শাখা প্রধান হাফেজ ইমরান খালিদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিদ্দিকীয়া জামেয়া-ই মাদানীয়া ট্রাস্টের সেক্রেটারি এস এম আজিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন খুলনা অঞ্চলের শাখা সমূহের পরিচালনা কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফারুক, হাফেয আব্দুল মুমিন, আরিফ উল্লাহ সহ বিভিন্ন শাখা প্রধান ও সহকারী প্রধান গণ।
এ সময় প্রতিষ্ঠানের সকল পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি আজিজুর রহমান বলেন, তানযীমুল উম্মাহ এই অঞ্চলে একটি ব্যতিক্রমী শিক্ষা ব্যবস্থা চালু করেছে, তানযীমুল উম্মাহর শিক্ষা মিশন দেশের জন্য উত্তম নাগরিক তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এসকেএস