শরীয়াহভিত্তিক ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড চালু করছে সন্ধানী এসেট ম্যানেজমেন্ট
সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০১-৩১ ১৬:২৭:২৫

বিনিয়োগকারীদের জন্য শরীয়াহভিত্তিক ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড চালু করছে দেশের স্বনামধন্য সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি সন্ধানী এসেট ম্যানেজমেন্ট লিমিটেড। “সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ্ ফান্ড”নামে প্রথম বারের মতো কোম্পানিটি শরীয়াহ্ভিত্তিক মিউচুয়াল ফান্ড চালু করতে যাচ্ছে।
ইতোমধ্যে ফান্ডটির অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ১৩ জানুয়ারি বিএসইসির ৯৯২তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।
কোম্পানিটি জানিয়েছে, সান্ধানী এএমএল এসএলএফএল শরিয়াহ্ ফান্ডের অন্যন্য বৈশিষ্ট্যসমূহ শরীয়াহভিত্তিক বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীদের পোর্টফলিওর ঝুঁকি হ্রাস করবে। পাশাপাশি তুলনামূলক অধিক রিটার্ন অর্জন করতে সাহায্য করবে এই ফান্ড। এই ফান্ডটি মূলত যারা ইসলামী আর্থিক নীতিমালা অনুসারে নৈতিক বিনিয়োগের সুযোগ খুঁজছেন তাদের জন্য বিশেষভাবে উপযোগী।
ফান্ডটির প্রাথমিক সংগৃহীত তহবিলের আকার ধার্য করা হয়েছে ২৫ কোটি টাকা। এর মধ্যে ২ কোটি ৫০ লাখ (১০%) টাকা সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড স্পন্সর হিসেবে প্রদান করেছে। বাকি ২২ কোটি ৫০ লাখ টাকা সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিকট থেকে সংগ্রহ করা হবে। ফান্ডটির প্রাথমিক সাবস্ক্রিপশন ০১ ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে ১২ এপ্রিল পর্যন্ত চলবে। ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালন করবে বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স পিএলসি এবং কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি।
সন্ধানী এসেট ম্যানেজমেন্ট লিমিটেড, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের একটি সাবসিডিয়ারি কোম্পানি। সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড দেশের অন্যতম প্রধান জীবন বিমাকারী প্রতিষ্ঠান যা ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডে তালিকাভুক্ত।
সন্ধানী গ্রুপের পুঁজিবাজার সংশ্লিষ্ট আরও দুইটি প্রতিষ্ঠান হল সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড (মার্চেন্ট ব্যাংক) এবং মোনা ফিনান্সিয়াল কনসালটেন্সি এন্ড সিকিউরিটিজ লিমিটেড (ব্রোকারেজ হাউস)।
এর আগে সন্ধানী এএমএল তাদের প্রথম ফান্ড “সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ড” চালু করে, যা দেশের অন্যতম কর বান্ধব মিউচুয়াল ফান্ড। এই ফান্ডটির লক্ষ্য হল বিনিয়োগকারীদের পোর্টফলিওর ঝুঁকি হ্রাস করার পাশাপাশি তুলনামূলক অধিক কর রেয়াত সুবিধা গ্রহণ করতে সাহায্য করা।
বিএইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













