সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
পরিবহন খাতে শৃঙ্খলা ফেরালে প্রণোদনার আশ্বাস এনবিআরের
প্রকাশিত - এপ্রিল ১৯, ২০১৭ ৬:৫৬ পিএম
দেশের গণপরিবহনসহ পরিবহন খাতে শৃঙ্খলা ফেরালে সব ধরণের প্রণোদনা দেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান।
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে এনবিআর আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘পরিবহন সেক্টর নিয়ে দুই-তিন দিন ধরে অনেক কথা হচ্ছে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। আপনারা যদি পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসেন, তাহলে এনবিআরের পক্ষ থেকে সব ধরণের সুবিধা পাবেন। আমি আপনাদের মধ্যে সে ধরণের অভিপ্রায় দেখতে চাই। এতে সাধারণ মানুষ উপকৃত হবে।’
আগামী বাজেট উপলক্ষ্যে সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব দেয়া হয়।
গত ১৬ এপ্রিল থেকে রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধ করে দেওয়া ও গাড়ির ফিটনেট পরীক্ষায় সরকার উদ্যোগ নেয়ার পর এ খাতের বিশৃঙ্খল পরিস্থিতি চূড়ান্ত রূপ পায়। রাস্তায় গণপরিবহনের সংকটে যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।
এ সময় এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও পরিবহন খাতের নেতারা উপস্থিত ছিলেন।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.