দেশের অন্যতম সেরা সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক লাকী আখন্দ (৬১) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজধানীর আরমানিটোলার নিজ বাসায় তিনি মারা যান। লাকী আখন্দের মেয়ে মাম্মিন্তি বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার হাসপাতাল থেকে খ্যাতিমান এই সঙ্গীত শিল্পীকে বাসায় নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ১৯৫৬ সালের ১৮ জুন পুরনো ঢাকার পাতলা খান লেনের এক সঙ্গীতানুরাগী পরিবারে জন্মগ্রহণ করেন এ গুণী শিল্পী।
ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক জনপ্রিয় গানের সৃষ্টি করেছেন এ কিংবদন্তি। ‘লিখতে পারি না আজ কোনো গান তুমি ছাড়া’, ‘আবার এলো যে সন্ধ্যা’, ‘এই নীল মনিহার’, ‘যেখানে সীমান্ত তোমার’, কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, ‘তুমি কী দেখেছো পাহাড়ি ঝরনা’, ‘তুমি ডাকলে কাছে আসতাম সে তো জানতেই’সহ আরও অনেক জনপ্রিয় গান তার গাওয়া, সুরারোপ ও সঙ্গীতায়োজনে করা। এমন সব গান শ্রোতাদের হৃদয়ে চিরদিনের জন্য ঠাঁই নিয়েছে যে সুরে তুলে দিয়েছেন তাতে প্রমাণ হয়, লাকি আখন্দ জন্মেছিলেন কালোত্তীর্ণ সৃষ্টির নেশায়।