শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
জঙ্গি হামলায় নিহত এসি রবিউলকে জাবিতে মরণোত্তর সম্মাননা
প্রকাশিত - এপ্রিল ২২, ২০১৭ ১০:৪০ এএম
গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত পুলিশের সাবেক জ্যেষ্ঠ সহকারি কমিশনার শহীদ মোহাম্মদ রবিউল করিম বিপিএমকে মরণোত্তর সম্মাননা প্রদান করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৩৪ তম ব্যাচের শিক্ষার্থীরা।
শুক্রবার রাত ৮টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে ৩৪ তম ব্যাচের যুগ-পূর্তি অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। রবিউল করিম জাবির বাংলা বিভাগের সাবেক ৩০ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. কায়কোবাদ হোসেনের কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন এসি রবিউল করিমের ছোট ভাই মো. শামসুজ্জামান শামস। এ সময় আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক আরেক শিক্ষার্থী শাহাবুদ্দিনকেও সম্মাননা প্রদান করা হয়। এর আগে শুক্রবার দুপুরের দিকে ‘বন্ধুত্বে অহর্নিশ, যুগ পেরিয়ে চৌত্রিশ’ এই স্লোগানে জাবির ৩৪ ব্যাচের পুনর্মিলনী শুরু হয়।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.