শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
প্রকাশিত - এপ্রিল ২২, ২০১৭ ১০:৪৫ এএম
খুলনায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে নজরুল ইসলাম আকন ওরফে হাতকাটা নজু (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সোয়া ৯টার দিকে নগরীর মজিদ সরণির গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় ট্রাকটি (ঢাকা-মেট্রো-হ-১৪৬১-১১) ধাওয়া করে নগরীর নতুন রাস্তার মোড় থেকে আটক করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরীর শিববাড়ি থেকে একটি মোটরসাইকেলে দুই বন্ধু বজলু ও নজু জিরোপয়েন্টের উদ্দেশ্যে যাচ্ছিল। গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল আরোহী নজরুল ইসলাম আকন ওরফে হাতকাটা নজু রাস্তায় সিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেল চালক বজলু রাস্তায় ছিটকে পড়ে গিয়ে আহত হন।
পথচারীরা মোটরসাইকেল নিয়ে ওই ট্রাকটি ধাওয়া করে নতুন রাস্তায় মোড়ে আটক করলেও ট্রাকের চালক পালিয়ে যায়। নিহত নজু জিরোপয়েন্ট এলাকার মৃত আক্কেল আলীর ছেলে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.