শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
ঝিনাইদহে জঙ্গি আস্তানায় অভিযানে ‘১৭টি বিস্ফোরক ভর্তি কন্টেইনার’ উদ্ধার
প্রকাশিত - এপ্রিল ২২, ২০১৭ ৩:৪৭ পিএম
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের একটি বাড়িতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে এ পর্যন্ত ১৭টি বিস্ফোরক ভর্তি কন্টেইনার উদ্ধার করা হয়েছে। এছাড়াও দুটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। তবে বাড়িটির ভেতরে কোনো জঙ্গি সদস্য নেই বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমদ ইত্তেফাক অনলাইনকে বলেন, শনিবার সকাল ৯টা ১৫ মিনিট থেকে অভিযান শুরু হয়েছে। ২০০ পুলিশ সদস্য এলাকার চারিদিকে ঘিরে রেখেছেন। কাউন্টার টেরোরিজমের একটি দল বাড়ির ভেতরে অপারেশন চালাচ্ছে। এ সময় তারা ১৭টা কন্টেইনার পেয়েছেন। এসব কন্টেইনারে গায়ে ‘হাইড্রোজেন পার অক্সাইড’ লেখা আছে। কিন্তু এর ভেতরে কি আছে সেটা পরীক্ষা ছাড়া বলা যাবে না।
তিনি আরো জানান, বাড়িটির ভেতরে কেউ নেই বলে নিশ্চিত হওয়া গেছে। ওই বাড়ির মালিকের নাম আবদুল্লাহ (৩২)। তিনি জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। এছাড়াও ১৫টি জিহাদী বই উদ্ধার করা হয়েছে। অভিযান শেষ হতে আরো সময় লাগবে।
এর আগে শুক্রবার বিকাল সাড়ে পাঁচটা থেকে পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের নও মুসলিম আব্দুল্লার বাড়িটি ঘিরে রাখে।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, দুইরুম বিশিষ্ট টিনের এই বাড়িতে জঙ্গি আস্তানা আছে এমন খবরের ভিত্তিতে তারা বাড়িটি ঘিরে রেখেছে। বাড়ির মধ্যে কিউ নেই বলে তিনি জানান। বাড়ির মালিক আব্দুল্লাহ ৫ বছর আগে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.