বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
অভিনেতা মাসুম আজিজ অসুস্থ হয়ে হাসপাতালে
প্রকাশিত - এপ্রিল ২২, ২০১৭ ৬:২৯ পিএম

বিশিষ্ট অভিনেতা-নির্মাতা ও ডিরেক্টরস গিল্ড’র সদস্য মাসুম আজিজ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন ডিরেক্টরস গিল্ড’র সাংগঠনিক সম্পাদক এস এম কামরুজ্জামান।
জানা গেছে, শনিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বারডেমে তিনি চিকিৎসাধীন রয়েছেন। মাসুম আজিজ অভিনেতা ও নাট্য নির্মাতা। এছাড়াও তিনি মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে অভিনয়ের খ্যাতি রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে তিনি থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন।
এরপর ১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ৪০০ এর অধিক সংখ্যক নাটকে অভিনয় করেন। উল্লেখ্য, গত বছরও হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাসুম আজিজ।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.