বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
মালদ্বীপে দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে ব্লগার নিহত
প্রকাশিত - এপ্রিল ২৩, ২০১৭ ৬:২৫ পিএম
মালদ্বীপের রাজধানী মালেতে উদারপন্থী ব্লগার ইয়ামিন রাশিদকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার তার পরিবারের সদস্য ও সহকর্মীরা একথা জানান।
পরিবারের সদস্যরা আরো জানান, রোববার ভোরে ২৯ বছর বয়সী রাশিদকে গুরুতর আহত অবস্থায় তার অ্যাপার্টমেন্টের সিঁড়িতে পড়ে থাকতে দেখা যায়। তার মাথায় ও বুকে ছুরির আঘাতের কয়েকটি জখম ছিল। দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে সেখানে সে মারা যায়। তার ডেইলি প্যানিক নামের ব্লগটিতে ৩ লাখ ৪০ হাজার সুন্নি মুসলিম জনসংখ্যার দেশটির রাজনীতিবিদদের নিয়ে ব্যঙ্গ করা হতো।
এই নিয়ে দেশটিতে তিনজন গণমাধ্যম ব্যক্তিত্বকে লক্ষ্য করে হামলা চালানো হল। এর আগে ২০১২ সালে অজ্ঞাত হামলাকারীরা ব্লগার ইসমাইল রশিদ ওরফে হিলাতকে ছুরিকাঘাত করা হয়। ২০১৪ সালের আগস্ট মাসে মুক্তচিন্তার দৈনিক মিনিভান নিউজের সাংবাদিক আহমেদ রিলওয়ানকে অপহরণ করা হয়। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যায়নি। এএফপি।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.