এবার আজানের রেকর্ডসহ ‘সেই’ সোনু নিগমের টুইট

আপডেট: ২০১৭-০৪-২৪ ১২:০৩:২৫


Sonuআলোচনায় থাকতে তারকারা অনেকে অনেক কিছু করেই আলোচিত কিংবা সমালোচিত হয়েছেন, এমন ঘটনা নতুন না। সম্প্রতি এই কাতারে যোগ দিয়েছেন ভারতীয় সঙ্গীতশিল্পী সোনু নিগম। তিনি যেন বিতর্ক থেকে দূরেই থাকতে চাচ্ছেন না! কিভাবে?
‘আজান’ নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর তিনি বলেছিলেন, ‘আমার মন্তব্যে কেউ ব্যথিত হলে আমি দুঃখিত। কারও ভাবাবেগে আঘাত করতে চাইনি।’ পুরো বিষয়টি থেকে তিনি যে এখনও বেরিয়ে আসেননি তার প্রমাণ মিলল সোনুর গতকালের টুইটে।
সকালে টুইটারে আজানের একটি ভিডিও পোস্ট করেন গায়ক। কোথায়, কখন, কবে এই আজান রেকর্ড করেছিলেন সে বিষয়ে কোনও তথ্য টুইটারে দেয়া নেই। ক্যাপশনে শুধু লেখা রয়েছে, ‘গুড মর্নিং ইন্ডিয়া’। সোনুর এবারের কাণ্ড দেখে অনেকে বলছেন, জোর করে খবরে থাকার চেষ্টা! তবে আজানের রেকর্ডসহ এমন টুইট কেন করলেন, তা নিয়ে মুখ খোলেননি তিনি।
প্রতি দিন ভোরে আজানের শব্দে তাঁর ঘুম ভাঙে, দিন কয়েক আগে এমনটাই তিনি দাবি করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লেখেন, তিনি মুসলিম নন। অথচ প্রতি দিন সকালে আজানের আওয়াজে তাঁর ঘুম ভাঙে।
প্রসঙ্গত আজান বিতর্কে সোনুকে হুমকি দিয়ে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু কাউন্সিলের সভাপতি আতিফ আলি আল কাদরি বলেছিলেন, ‘‘যদি কেউ সোনুর মাথা কামিয়ে গলায় জুতোর মালা পরিয়ে দিতে পারেন, তাঁকে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।’’
এই মন্তব্যে মাথা ন্যাড়া করে সংবাদমাধ্যমের সামনে এসে সোনু বলেন, ‘‘এই ধর্মান্ধতার বিরুদ্ধে আমাদের লড়াই করা উচিত।’’ যদিও পরে বেশ কিছুটা সুর নরম করেন।