৬ বছর পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আমির খান

প্রকাশ: ২০১৭-০৪-২৫ ১৮:১২:১২


Amirবলিউড নিয়ে যারা খোঁজ খবর রাখেন তারা জানেন যে ‘মিস্টার পারফেকসনিশ্ট’ খ্যাত আমির খান দুর্দান্ত সিনেমা বানালেও তিনি কখনো ভারতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলোতে অংশ নেন না। দীর্ঘ ১৬ বছর ধরেই এই নিয়ম মেনে চলছিলেন পিকে। হুট করেই তাতে ছেদ পড়ে গেল। ভারতের কিংবদন্তী সংগীত শিল্পী লতা মঙ্গেশকারের অনুরোধে আমিরকে যেতে হল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। যেখানে ভারতের কট্টর হিন্দুত্ব-বাদী দল শিব সেনার প্রধান মোহন ভাগত ও উপস্থিত ছিলেন।
সোমবার সন্ধ্যায় মুস্বাইয়ের কিং সার্কেলের সানমুখানন্দ হলে  ৭৫ তম মাস্টার দীননাথ মঙ্গেশকার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে দঙ্গল সিনেমায় দুর্দান্ত অভিনয় করার জন্য আমির খানকে বিশেষ পুরস্কারেও সম্মানিত করা হয় অনুষ্ঠানে। পুরষ্কার তুলে দেন মোহন ভাগত।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহন ভাগত বলেন, পুরস্কারপ্রাপ্তরা অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।
আমির বলেন, দঙ্গল পরিবারের জন্য এটি একটি বিরল সম্মান। আর এ জন্য লতা জি, দীননাথ মঙ্গেশকার ট্রাস্টসহ পুরো মঙ্গেশকার পরিবারের কাছে আমি কৃতজ্ঞ।
নিজের অবস্থানের জন্য সিনেমার পরিচালক ও গল্পকারদের কৃতিত্ব ভাগ করে দেন আমির।
অনুষ্ঠানে ক্রিকেট অবিস্মরণীয় অবদান রাখায় ভারতের সাবেক অধিনায়ক কপিল দেবকে সম্মানিত করা হয়।
উল্লেখ্য, ১৬ বছর আগে আমি ‘লগান’ সিনেমা নিয়ে একাডেমী অ্যওয়ার্ডে উপস্থিত হয়েছিলেন। হিন্দুস্তান টাইমস।