বিচার বিভাগ নিয়ে কোনো ক্ষোভ থাকলে তা জনস্মুখে প্রকাশ না করে সরকারকে জানানোর অনুরোধ জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে বুধবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।
মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ২৮ এপ্রিল দেশে ৫ম বারের মতো ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ উদযাপিত হবে। দিবসটি উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।