ক্রিকেটার সাকিব আল হাসানের একমাত্র বোন জান্নাতুল ফেরদৌস রিতুর বিয়ে হতে যাচ্ছে। পাত্র আলিফ মোল্লা মিরপুরের সংসদ সদস্য ইলিয়াস মোল্যার ভাই আলী মোল্লার ছেলে।
জানা গেছে, ঢাকার সেনামালঞ্চে আগামীকাল বৃহস্পতিবার বিয়ে উপলক্ষে ব্যাপক আয়োজন করা হয়েছে। এদিকে, আইপিএলের আসর থেকে ফিরেই বোনের বিয়েতে যোগ দেবেন সাকিব। আর বিয়ের আয়োজন সম্পন্ন হওয়ার পরপরই ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে তার।