বাংলাদেশের বর্তমান ক্রিকেট দলকে সর্বকালের সেরা বলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার মনি স্কোয়ারে সাকিব জানান, আমাদের ভাল ব্যাটসম্যান আছে, ভাল পেসার ও স্পিনারও আছে। আমি মনে করি, আমাদের এই দলটা সবচেয়ে সেরা। আমাদের ক্রিকেট সঠিক পথেই চলছে। গত দুই বছর ধরে আমাদের ক্রিকেট তার প্রমাণও দিয়েছে।
সম্প্রতি টি২০ ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সাকিব। সেই প্রসঙ্গে তিনি বলেন, যে কোনো দায়িত্বই চ্যালেঞ্জের। এটা নির্ভর করে বিষয়টিকে আপনি কীভাবে নিচ্ছেন। আমরা ক্রমশ ভাল করছি। এই বিভাগে আমাদের আরও উন্নতি করতে হবে। আমি যখন একদিনের ক্রিকেটের অধিনায়ক ছিলাম, সেসময় আমাদের অবস্থা খুব একটা ভাল ছিল না। এরপর থেকে আমরা ধীরে জিততে শুরু করলাম। আর এখন নিয়মিত ম্যাচ জিতছি। টি২০ ক্রিকেটেও আমরা সেই পর্যায়ে পৌঁছাতে চাই।
২০১৪ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছিলেন সাকিব আল হাসান। কিন্তু এবারের আইপিএলে মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন তিনি।
সাকিব বলেন, চলতি আসরে আমি দলকে খুব বেশি কিছু দিতে পারিনি। কিন্তু একটা দল হিসাবে কলকাতা নাইট রাইডার্স খুব ভাল খেলেছে এবং এটাই বেশি গুরুত্বপূর্ণ। আমার কাছে দলই আগে, এখানে অভিযোগের কোনো জায়গা নেই। আশা করছি, তৃতীয়বারের জন্য এই টুর্নামেন্ট জিতবো।