সঞ্জয় লীলা বানসালির সঙ্গে দীপিকা পাড়ুকোনের নির্মাতা-অভিনেত্রী রসায়নটা বেশ ভালো। এ নির্মাতার রাম-লীলা ও বাজিরাও মাস্তানি সিনেমায় অভিনয় করেছেন দীপিকা। বর্তমানে তারপদ্মাবতী সিনেমার শুটিং করছেন এই অভিনেত্রী।
২০১৩ সালে বানসালির রাম-লীলা সিনেমার শুটিং সেটে দীপিকা নাকি কেঁদেছিলেন। সিদ্ধার্থ সিংয়ের সঙ্গে সেই সিনেমাটি রচনা করেছেন গারিমা ওয়াহাল। অক্ষয় কুমার, রণবীর সিং, সুশান্ত সিং রাজপুতসহ অনেক তারকারা তাদের রচিত সংলাপ সিনেমায় বলেছেন। কিন্তু তাদের সংলাপ বলতে গিয়ে কখনো কোনো অভিনয়শিল্পী সমস্যায় পড়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে সম্প্রতি একটি অনুষ্ঠানে এ তথ্য জানান তারা।
ঘটনার বর্ণনা দিয়ে গারিমা ওয়াহাল বলেন, ‘শুটিং সেটে দীপিকার প্রথম দিন ছিল। শেষ মুহূর্তে সংলাপে পরিবর্তন হওয়ায় তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। সঞ্জয় স্যার শেষ মুহূর্তে পরিবর্তনের বিষয়টি খুবই উপভোগ করেন। আমাদের ধারণা, অভিনয়শিল্পীদের রিদম ভেঙে তাদের স্বতঃস্ফূর্ততা বের করে আনতেই এমনটা করেন তিনি।’
সবকিছুর পরও দীপিকা তার সেরাটাই দিতে সক্ষম হয়েছেন জানিয়ে সিদ্ধার্থ বলেন, ‘দীপিকা এমনিতে সংলাপ খু্ব ভালো মনে রাখতে পারেন। কিন্তু শেষ মুহূর্তে পরিবর্তন আসায় তিনি খুব হতাশ হয়েছিলেন। আমরা পুরো দিন তার সঙ্গে থেকেছি এবং তার কাছে সংলাপগুলো সাবলীল না হওয়া পর্যন্ত তা নিয়ে কাজ করি।’
তিনি আরো বলেন, ‘দৃশ্যটি ছিল, রাম ও লীলার মধ্যে মনোমালিন্য হওয়ার পর ব্যবসা ভাগাভাগির জন্য যখন তাদের প্রথম দেখা হয় সেটি। দৃশ্যটি তিনি কেমন করেছেন তা দর্শক দেখেছেন। আমরা বলব, তিনি একজন সাহসী অভিনয়শিল্পী।’