বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল হয়ে গেছে: তথ্যমন্ত্রী
প্রকাশিত - মে ৪, ২০১৭ ৫:৩৬ পিএম
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, 'নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাব বিএনপির সমগ্র গণতান্ত্রিক ব্যবস্থাকে জিম্মি করার একটি চক্রান্ত। নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকারের বিধান সাংবিধানিক ভাবেই বাতিল হয়ে গেছে।'
তিনি বলেন, 'বিএনপি যতই হুমকি দিক, সংবিধান অনুযায়ী যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।'
বৃহস্পতিবার সকাল ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে 'সহায়ক সরকারের অধীন ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন এক মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইসিটি আইনে ৫৭ ধারা সম্পর্কে মন্ত্রী বলেন, 'সাইবার অপরাধ আইন যখন চূড়ান্ত হবে ৫৭ ধারাটাও তখন সমন্বয় করা হবে।'
এ সময় জেলা প্রশাসক মো. জহির রায়হান, পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সাহিদ হাসান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমানসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.