মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর এবার ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনেও হ্যাকিংয়ের অভিযোগ উঠেছে। চূড়ান্ত পর্বের মাত্র একদিন আগে এমন অভিযোগ দেশটির ভবিষ্যতের জন্য মোটেই শুভকর নয় বলে মনে করছেন অনেকে। এদিকে, হ্যাকিংয়ে জড়িত থাকার তীর এবারও রাশিয়ার দিকেই।
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ইমানুয়েল ম্যাক্রন অভিযোগ করেছেন, তার নির্বাচনী প্রচারণা শিবিরের ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এদিকে ম্যাক্রন শিবির থেকে বলা হয়েছে, ভোটারদের বিভ্রান্ত করতে আসল নথির সঙ্গে ভুয়া নথি মিশিয়ে প্রকাশ করা হয়েছে। এটা পরিস্কার যে নির্বাচনে ম্যাক্রনকে পরাজিত করতেই হ্যাকাররা এ কাজ করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এদিকে এ হ্যাকিংয়ের সঙ্গে কে বা কারা জড়িত আছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এর আগে মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট পার্থী হিলারি ক্লিনটনের প্রচারণা শিবিরের হ্যাক করা ইমেইল ফাঁস করেছিল বিশ্বব্যাপী সাড়া জাগানো বিকল্প গণমাধ্যম উইকিলিকস। তখন মার্কিন প্রশাসন ও ডেমোক্র্যাট শিবির দাবি করেছিল, এ ইমেইল হ্যাক করার সঙ্গে রুশ হ্যাকাররা জড়িত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিকেও উঠেছিল আঙ্গুল। তবে রাশিয়া সকল অভিযোগ অস্বীকার করেছে।
গত মাসে সাইবার নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো জানায়, রুশ হ্যাকাররা এবার ম্যাক্রন শিবিরের ওপর সাইবার হামলা চালাতে পারে। তবে রুশ কর্তৃপক্ষ সে দাবি অস্বীকার করে।
উল্লেখ্য, রোববার ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে। ২৩ এপ্রিল নির্বাচনের প্রথম দফার ভোট হয়েছিল। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়াচ্ছে। নির্বাচনে কট্টর ডানপন্থি দল ন্যাশনাল ফ্রন্টের (এফএন) প্রার্থী মারিন লি পেনের মুখোমুখি হচ্ছেন উদার মধ্যপন্থি ইমানুয়েল ম্যাক্রন। নির্বাচন পূর্ব সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে লি পেনের চেয়ে ২০ শতাংশ এগিয়ে রয়েছেন ম্যাক্রন।
শুক্রবার মধ্যরাতে নির্বাচনি প্রচারণা শেষ হওয়ার কিছু সময় আগে একটি ফাইল শেয়ারিং ওয়েবসাইটে ম্যাক্রন শিবিরের ওই ইমেইলগুলো ফাঁস করা হয়। ম্যাক্রনের প্রচারণা শিবির ওই ইমেইল ফাঁসের নিন্দা জানিয়েছে। এ ব্যাপারে তারা দাবি করেছেন, রোববারের নির্বাচনে ম্যাক্রনকে কোণঠাসা করার জন্যই ইমেইল ফাঁস করা হয়েছে।
নয় গিগাবাইটের ওই ফাঁস হওয়া নথিতে কি কি তথ্য রয়েছে, তা এখনও পরিষ্কার নয়। তবে এতে ইমেইল, আর্থিক ও অন্যান্য অভ্যন্তরীণ নির্বাচনি তথ্য রয়েছে বলে ম্যাক্রন শিবির এক বিবৃতিতে জানিয়েছে। বলা হয়েছে, কয়েক সপ্তাহ আগে ম্যাক্রন শিবিরের কয়েকজন কর্মকর্তার ব্যক্তিগত ও পেশাগত ইমেইল একাউন্ট হ্যাক করা হয়। সেখান থেকেই ওই নথি হ্যাকাররা পেয়েছেন।