ব্যাড সিগন্যালে ‘আনহ্যাপি’ মুহিত!
প্রকাশ: ২০১৫-১০-২৭ ১৭:৩০:০৪
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় দুঃখ প্রকাশ করে নিজেকে ‘আনহ্যাপি’ বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আর এটাকে তিনি ‘ব্যাড সিগন্যাল’ বলে মনে করছেন।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুহিত এ মন্তব্য করেন।
রাজস্ব আদয়ের ব্যর্থতা সম্পর্কে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘গত পাঁচ বছরে এত কম রাজস্ব আদায় হয়নি। এটা ব্যাড সিগন্যাল। আই অ্যাম আনহ্যাপি।’
এ ব্যর্থতার জন্য রাজস্ব বোর্ডের (এনিবআর) কর্মকর্তাদের অভ্যন্তরীণ বিরোধ দায়ী হতে পারে বলে আভাস দিয়ে মুহিত বলেন, বিষয়টি নিয়ে তিনি আজই এনবিআর চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন।
সানবিডি/ঢাকা/এসএস