বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
কারিনার সঙ্গে তুলনায় নাখোশ সোহা আলি
প্রকাশিত - মে ৭, ২০১৭ ১:৩২ পিএম

মা হতে চলেছেন সোহা আলি খান। সম্প্রতি এই খবর নিশ্চিত করেছেন সোহার স্বামী অভিনেতা কুণাল খেমু। কিন্তু প্রতি পদক্ষেপে ভাবি কারিনা কাপুরের সঙ্গে তুলনা একেবারেই ভাল লাগছে না সোহার। সম্প্রতি মা হয়েছেন কারিনা, গত ডিসেম্বরে তৈমুরের জন্ম দিয়েছেন।
আর সম্প্রতি সন্তানধারণ করেছেন তার ননদ, সাইফ আলি খানের বোন সোহা আলি খান। তাই কারিনার সঙ্গে প্রেগন্যান্সি পিরিয়ডের সঙ্গে সোহারও তুলনা শুরু করেছেন অনেকে। এটাই না পছন্দ সোহার।
সোহা বলেন, ‘প্রত্যেক মানুষ আলাদা। তাই কোনওভাবেই এই তুলনাটা ঠিক নয়। গর্ভাবস্থায় এক এক জনের শারীরিক অবস্থা এক এক রকম থাকে। কারও বেশি বিশ্রামের দরকার হয়। কেউ আবার চুটিয়ে কাজ করতে পারেন। তাই খাওয়ার পছন্দ বা পোশাক, সবটাই আলাদা হওয়া স্বাভাবিক। এই ধরনের তুলনা একদম ভুল।’
সম্প্রতি কুণাল জানান, ‘সোহা আর আমার প্রথম সন্তানকে দেখতে পাবেন এই বছরের শেষ দিকে। আমাদের জয়েন্ট প্রোডাকশন। এই খবর জানাতে খুব ভাল লাগছে। আপনাদের আশীর্বাদ ও ভালবাসার জন্য ধন্যবাদ।’ সোহার মাতৃত্বের খবরে খুশি দুই পরিবারই। শুধু অহেতুক এই তুলনা মেনে নিতে পারছেন না নায়িকা।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.