পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় কুলসুম আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার সেনের টিকিকাটা গ্রামের সেতুতে এ ঘটনা ঘটে। কুলসুম আক্তার উপজেলার সাপলেজা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের সেলিম হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে কুলসুম বাসে করে মঠবাড়িয়া যাচ্ছিলেন। বাসটি টিকিকাটা গ্রামের সেতুর ওপরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি টেম্পুর সঙ্গে সংঘর্ষ হয়। এতে আতংকিত হয়ে বাস থেকে নামতে গিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে জ্ঞান হারান কুলসুম। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ফেরদৌস ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন