জামিনে মুক্তি পেলেন অমিত মিশ্র

আপডেট: ২০১৫-১০-২৭ ১৭:৪৩:৪১


নারী নির্যাতনের অভিযোগে আজ মঙ্গলবার ভারতীয় ক্রিকেটার অমিত মিশ্রকে গ্রেপ্তার করেছে ব্যাঙ্গালুরের পুলিশ। Amit-1জেরার পর জামিনে মুক্তি দেওয়া হয়েছে তাকে।

ভারতীয় একটি টেলিভিশন চ্যানেলের একজন নারী সাংবাদিক অভিযোগ করেছেন, গত সেপ্টেম্বর মাসে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিলেন অমিত মিশ্র। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাঙ্গালুরের পুলিশ তাকে ডেকে পাঠায়। কয়েক ঘণ্টা জেরার পর তাকে গ্রেপ্তার করা হলেও জামিনে মুক্তি পান তিনি।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, জেরার সময় অমিত মিশ্র ঐ মহিলার সঙ্গে তার সহবাসের কথা স্বীকার করলেও মারধরের অভিযোগ অস্বীকার করেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি হোম সিরিজে ভারতীয় দলে আছেন অমিত মিশ্র। গত রোববার মুম্বাইতে সিরিজের পঞ্চম এবং শেষ একদিনের ম্যাচেও মাঠে ছিলেন তিনি।

অমিত মিশ্রকে গ্রেপ্তার ও তার জামিনের বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

অমিত মিশ্রার আরো খবর জানতে ক্লিক করুন

সানবিডি/ঢাকা/এসএস