নতুন ধারার রাজনীতির প্রতিশ্রুতি নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভিশন-২০৩০ নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন। আজ বুধবার বিকেল ৪টায় রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে এ সংবাদ সম্মেলন করবেন তিনি।
বিএনপি নেত্রীর প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। ক্ষমতায় গেলে নতুন ধারার রাজনীতি ও সরকার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। দলটির সেই পরিকল্পনা কোন পথে অর্জিত হবে, তারই বিস্তারিত রয়েছে ভিশন ২০৩০-এ। এরই কিছু অংশ লিখিত আকারে জনসম্মুখে তুলে ধরবেন খালেদা জিয়া। বাকি অংশ পুস্তিকা আকারে সরবরাহ করা হবে।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে ভিশন ২০৩০ কে পাথেয় ধরেই আগামী নির্বাচনের মূল ইশতেহার তৈরি করবে বিএনপি। এটিকে দলের অঙ্গীকারনামা হিসেবেও দেখছেন নীতিনির্ধারকরা।
আগামীতে ক্ষমতায় গেলে কী করবে- সেটি বাংলাদেশর জনগণ, বন্ধু রাষ্ট্র ও বিদেশি কূটনীতিকদের জানাতে চায় বিএনপি। সেই লক্ষ্য নিয়েই ভিশন-২০৩০ নিয়ে জনসমক্ষে আসছেন দলটির চেয়ারপারসন।