এবারের অভিজ্ঞতা খুব তিক্ত : ওমর সানি

প্রকাশ: ২০১৭-০৫-১০ ১১:৪০:৫১


omar-saniবাংলাদেশ চলচ্চিত্র সমিতির নির্বাচনে সংশোধিত ফলাফলেও পরাজিত হয়েছেন সভাপতি পদপ্রার্থী ওমর সানি। তবে পুনরায় ভোট গণনার পর তার নয়টি ভোট বেড়েছে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়া প্রার্থী ওমর সানি আগে পেয়েছিলেন ১৫৩ ভোট। এখন নয় ভোট বেড়ে তার ভোট সংখ্যা দাঁড়িয়েছে ১৬২।

মঙ্গলবার শিল্পী সমিতির কার্যালয়ে আয়োজিত সংশোধিত ফল প্রকাশ করেন নির্বাচন বোর্ডের আপিল বিভাগ। পরে ওমর সানিকে ফলাফল বুঝিয়ে দেয়া হয়। এ সময় তার সঙ্গে তার স্ত্রী ও নবনির্বাচিত কার্যকরী সদস্য মৌসুমীও ছিলেন।

গত শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অসঙ্গতির অভিযোগ তুলে পুনরায় ভোট গণনার দাবি জানিয়ে আপিল বোর্ডের কাছে লিখিত আবেদন করেন ওমর সানি। সোমবার দুপুর থেকে পুনরায় ভোট গণনা করা হয়।

সংশোধিত ফলাফল পাওয়ার পর ওমর সানি বলেন, ভোট আর গণনার দরকার নেই। এখানে যারা আছেন সবাইকে আমি সম্মান করি এবং বিশ্বাস করি। আমি ফল মেনে নিলাম। এফডিসি আমার ২৮ বছরের প্রাণের জায়গা। এখানে আমি সবার চোখের সামনেই বড় হয়েছি। এর আগে আরও ছয়টি নির্বাচনে আমি প্রার্থী হয়েছি। একবার হেরেছিলাম। এবারও হারলাম, দুঃখ নেই। তবে এবারের অভিজ্ঞতা খুব তিক্ত।

সানবিডি/ঢাকা